ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৬ সেপ্টেম্বর : দেশে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গুজবে কান দেবেন না। চাহিদার বেশি পেঁয়াজ কিনবেন না।
তিনি বলেন, আমরা বিকল্প মার্কেট হিসেবে তুরস্ক, চীন, মিয়ানমার, মিশর, হল্যান্ড ও নিউজিল্যান্ড থেকে পেঁয়াজ আমদানির জন্য যোগাযোগ করেছি। আগামী এক মাসের মধ্যে এ পেঁয়াজ চলে আসবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের এলসি খোলাসহ সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ ব্যাংক গভর্নর বরাবর চিঠি পাঠানো হয়েছে।
এছাড়া পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি করা পেঁয়াজ স্থলবন্দর থেকে দ্রুততম সময়ের মধ্যে ছাড় করতে এবং আমদানিকারকদের সহযোগিতা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের কাছেও চিঠি পাঠানো হয়েছে।
বাজার দ্রুত নিয়ন্ত্রণে আনতে ১৩ সেপ্টম্বর থেকে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
তিনি আরও বলেন, বতুরস্ক থেকে আগামী ১০দিনের মধ্যে টিসিবির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে। আমাদের কাছেও পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। ধাপে ধাপে ১০দিন পর পর তিন চার হাজার টন করে আসবে। আমাদের পাইপলাইনে রয়েছে, পাশাপাশি নতুন নতুন বাজার থেকেও আমদানির ব্যবস্থা করা হচ্ছে।
বাজার মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
সম্প্রতি ভারত থেকে নতুন করে পেঁয়াজের ট্রাক দেশে না আসার খবরে দাম বেড়ে প্রায় দ্বিগুন হয়ে যায়। তবে সরকারের পক্ষ থেকে বারবার পর্যাপ্ত মজুদের কথা আশ্বস্ত করা হলেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বেড়েই চলছে পেঁয়াজের ঝাঁঝ।