বিমানবাহিনীতে ভুয়া নিয়োগ চক্রের ২ সদস্য আটক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),যশোর প্রতিনিধি,৩০ আগষ্ট : বিমান বাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়। শুক্রবার যশোর বিমানবন্দর এলাকা থেকে চক্রের মূল হোতা ও তার সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ভুয়া নিয়োগপত্র, দুটি ওয়াকিটকি সেট ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে দুটি সিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এরা ওয়াকিটকি দেখিয়ে নিজেদের পুলিশ, ডিবি পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য বা সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করত। আটক মো. অহিদুজ্জামান খুলনার তেরোখাদা থানার হাড়িখালি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। সহযোগী মীর আশরাফুল ইসলামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা থানার কাজীপাড়ায়। আইএসপিআর।