সিরিয়ার হোমস প্রদেশে সম্প্রতি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ভয়াবহ বোমা হামলার পর রাশিয়ার আনা একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নাকচ হয়ে গেছে। তবে মস্কোর ওই ওই প্রস্তাবে কী ছিল তা জানা যায়নি।
গত শনিবার সিরিয়ার হোমস শহরের আজ-জাহরা এলাকার একটি হাসপাতালে গাড়িবোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়। এর কয়েক মিনিট পর পাশের একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনেকেই আহত হয় এবং তাদের সাহায্যের জন্য বোমা বিস্ফোরণের জায়গায় আনা হয়। এ বিষয়ে নিন্দা জানিয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও মহাসচিব বান কি মুনকে দুটি চিঠি দিয়েছে।
সিরিয়ার এ চিঠির পর রাশিয়া একটি খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলে। তবে ওই প্রস্তাবে কী বলা হয়েছে তা জানা যায়নি। রুশ সংবাদ সংস্থা তাস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধিরা রুশ প্রস্তাবে সংশোধনী আনতে চেয়েছিলেন যা মেনে নেয়া রাশিয়ার পক্ষে সম্ভব ছিল না। ফলে প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে গ্রহণ করা হয়নি। এ বিষয়ে রুশ ও মার্কিন মিশন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।