ঘুষ ছাড়া ফাইল নড়ে না উচ্চ আদালতে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,১৭ আগষ্ট : ঘুষ ছাড়া ফাইল নড়ে না উচ্চ আদালতে। এমনকি নজর এড়াতে টয়লেট ও চায়ের দোকানে চলে লেনদেন। এমন অভিযোগে করেছেন আইনজীবীরা। তারা বলছেন, মামলা করা থেকে শুরু করে আদেশ পাওয়া পর্যন্ত প্রতি পদে পদে আপস করতে হয় ঘুষের সঙ্গে। রোববার (১৬ আগস্ট) অনিয়মের বিরুদ্ধে অভিযান করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সাধুবাদ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

দেশের সর্বোচ্চ আদালতে ঘুষ ও অনিয়মের ঘটনা যেন ওপেন সিক্রেট। সবাই জানে, কিন্তু কেউ মুখ খোলে না। মামলার আবেদন থেকে শুরু করে আদেশ পাওয়া পর্যন্ত ধাপে ধাপে দিতে হয় ঘুষ। নজরদারি এড়াতে টয়লেট ও চায়ের দোকানে হয় রমরমা ঘুষ বাণিজ্য।

রোববার হঠাৎই ছন্দপতন হয় এমন অপতৎপরতার। ঝটিকা অভিযানে একটি শাখায় যান আপিল বিভাগের বিচারপতি। আটক করা হয় ৪৩ জনকে। যদিও পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

সুপ্রিমকোর্ট মুখপাত্র ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, ‘আইনজীবী সমিতি দায়িত্ব নিয়েছে তারাই ব্যবস্থা নিচ্ছে।’

অনিয়মের সঙ্গে শুধু যে কোর্টের কর্মচারী জড়িত তা কিন্তু নয়। কিছু অসাধু আইনজীবীও জড়িয়ে পড়েছেন। তাই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা জানায় আইনজীবী সমিতি।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘কোনোভাবেই এখানে দুর্নীতি, ঘুষ বদ্দাশত করবো না।’

দুর্নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেন, ‘মাঝে মাঝে এমন ঝটিকা রেড দরকার।’

এর আগেও ঘুষ-অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।