ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,০৭ আগষ্ট : ভারতের কেরালায় ২শ’ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেরালার কুচহিকোদ বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
দুবাই থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজটি কুচহিকোদ বিমানবন্দরে উদ্দেশে আসে।
এ দুর্ঘটনায় ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত ২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ খবর লেখা (রাত ৯টা ৫০) পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।
যাত্রীবাহী বিমানটি দুবাই থেকে ফেরার পর অবতরণ করতে গিয়ে ছিটকে পড়ে। জরুরি সেবাদানকারী বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।
পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার শিকার বিমানটি দু’ভাগে ভাগ হয়ে গেছে।
বিমানে ১৯১ জন আরোহী ছিল। যাদের মধ্যে ১০ শিশু রয়েছে। দুই পাইলটসহ বিমানের ক্রু ছিলেন ৬ জন।
দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। এতে অংশ নেয় জরুরি সেবাদানকারী বাহিনীর সদস্যরা।
ভারতের বেসামরিক বিমান পরিবহন সংস্থার মহাপরিচালক বলেন, অবতরণ করতে গিয়ে একটি উপত্যকায় আছড়ে পড়ে। ভেঙে কয়েক টুকরো হয়ে যায় বলেও জানান তিনি।