মুগদা হাসপাতাল ও ৭১ হোটেলের নথি দুদকে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,২১ জুলাই : করোনায় চিকিৎসা দেওয়া ডাক্তার, নার্স ও অন্যান্যদের থাকা-খাওয়া বিলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির নথিপত্র জমা দিয়েছে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে মুগদা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. আবুল হাসেম চাহিদা অনুযায়ী কাগজপত্র জমা দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ জুলাই রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ৭১ হোটেল কর্তৃপক্ষের কাছে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শহাজাহান মিরাজ পৃথক পত্রে তথ্য ও রেকর্ডপত্র চেয়ে চিঠি দেন।

যেসব নথিপত্র চাওয়া হয়, কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবাদানকারী ডাক্তার, নার্স ও অন্যান্যদের ৫০০ শয্যাবিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতালে থাকা-খাওয়ার মূল্য (রেট/হার) নির্ধারণে হোটেল-৭১ এর সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের সত্যায়িত ছায়ালিপি।

চিঠিতে বলা হয়, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং অন্যান্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র প্রয়োজন।

এছাড়া ‘হোটেল-৭১’ এর অনুকূলে এ পর্যন্ত পরিশোধিত অর্থের ব্যয় মঞ্জুরিপত্রের কপি, বিলের কপি এবং চেকের কপি, চেক গ্রহণকারীর নাম, ঠিকানাসহ সংশ্লিষ্ট নথির সত্যায়িত ছায়ালিপি চাওয়া হয়।