পাপুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে ইসিতে চিঠি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৬ জুলাই : মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের বাসিন্দা আবুল ফয়েজ ভূঁইয়া।  মঙ্গলবার (১৪ জুলাই) তিনি ইসিতে এই চিঠি  দেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসি-সূ‌ত্রে এই তথ্য জানা গেছে।

চিঠিতে আবুল ফয়েজ বলেন, ‘‘গত ৬ মার্চ দৈনিক সমকালে ‘এমপি পাপুলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, পাপুল নির্বাচনি হলফনামায় স্নাতকোত্তর পাস উল্লেখ করেছেন। কিন্তু সনদ জমা দেন স্নাতক ডিগ্রির। প্রকৃত পক্ষে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রিও অর্জন করেননি। ইসিতে তিনি ভুয়া স্নাতক পাসের সনদ জমা দিয়েছেন। নির্বাচনি হলফনামায় মিথ্যা ও অসত্য তথ্য দিনি তিনি একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারিয়েছেন।’’

আবুল ফয়েজ আরও উল্লেখ করেন, ‘শহিদ ইসলাম পাপুল মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার হয়েছেন। তিনি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।’ এসব কারণে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করার অনুরোধ জানা আবুল ফয়েজ।

উল্লেখ্য, সম্প্রতি অর্থপাচার ও মানবপাচারের অভিযোগ কুয়েতে গ্রেপ্তার হয়েছেন পাপুল। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির সরকার বিচার কার্যক্রম চালাচ্ছে।