কুয়েতের নতুন রাষ্ট্রদূত হলেন মেজর জেনারেল মো. আশিকুজ্জামান

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,১৪ জুলাই : মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।গতকাল সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেজর জেনারেল মো. আশিকুজ্জামান কুয়েতে রাষ্ট্রদূত এসএম আবুল কালামের স্থলাভিষিক্ত হবেন।মেজর জেনারেল মো. আশিকুজ্জামান ১৯৮৮ সালে সেনাবাহিনীর কমিশনে যোগ দেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। এছাড়া তিনি সিয়েরা লিওন, আইভরি কোস্ট ও কঙ্গোর জাতিসংঘ শান্তি মিশনে কাজ করেছেন। তিনি রাষ্ট্রদূত হওয়ার আগে ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং কর্মকর্তা (সেনা) হিসেবে নিযুক্ত ছিলেন।