মোসাদ্দেক হানিফ ছোয়াদ-ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম এন্ড টিভি
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম এন্ড টিভি,আদালত প্রতিনিধি,০৯ জুলাই : অর্ধশত যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনার মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে তিনদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খানের আদালত তার বিরুদ্ধে এ আাদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট নৌ-থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদ্লু আলম মামলার এজাহারভুক্ত আসামি ছোয়াদকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধীতা করে আসামির রিমান্ড চান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল। এ সময় আসামিপক্ষে ছিলেন ঢাকা বারের সভাপতি ইকবাল হোসেনসহ কয়েকজন।
বুধবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ এলাকার একটি বাসা থেকে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে গ্রেপ্তার করা হয়।
গত ২৯ জুন সকালে শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ মর্নিং বার্ড মুহূর্তেই ডুবে যায়। এতে ৩৪ জনের মৃত্যু হয়।
এরপর এ ঘটনায় ৩০ জুন অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টারসহ সাতজনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন নৌ-পুলিশের এসআই শামছুল আলম।