গত শুক্রবার প্যারিসে ফিদায়েঁ হামলায় ১২৯ জনের মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়ে দিলেন, জঙ্গিদের বিরুদ্ধে এবার আরও ঝাঁঝালো আক্রমণ চালাবে মার্কিন বায়ুসেনা। যদিও সিরিয়ায় আইএস জঙ্গিদমনে পদাতিক সেনা পাঠানো নিয়ে পুরানো অবস্থানেই অনড় বারাক ওবামা। আপাতত ইরাক ও সিরিয়ায় কম সংখ্যক পদাতিক সেনা মোতায়েনেই বিশ্বাসী ওবামা। প্রায় সাড়ে তিন হাজার মার্কিন পদাতিক সেনা এখন ইরাক ও সিরিয়ায় রয়েছেন। গত মাসে অবশ্য ৫০ জন স্পেশাল ফোর্সের অফিসার পাঠানো হয়েছে সিরিয়াতে। আন্তালায় এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষ বারাক ওবামা।
ইসলামিক স্টেটের বিরুদ্ধে আমেরিকা ও রাশিয়াকে পাশে চায় ফ্রান্স
আইএস জঙ্গিদের ‘শয়তানের মুখ’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, প্যারিসে জঙ্গিহানার ঘটনা ভয়ঙ্কর, একটা অসুস্থ পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এরপরেও, আইএস জঙ্গিদমনে পদাতিক সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ওবামা। মার্কিন প্রেসিডেন্টের যুক্তি, সন্ত্রাসবিরোধী অভিযানে যদি স্থানীয় মানুষের সহযোগিতা না মেলে, প্রশাসনের বিরুদ্ধেই যদি সাধারণ মানুষ লড়াই চালায়, তবে সেখানে সেনা পাঠিয়ে লাভ কী? এর পাশাপাশি, ওবামা জানিয়েছেন, সিরিয়ায় আইএস জঙ্গিদমনে পদাতিক সেনা না পাঠানোর সিদ্ধান্ত তাঁর একার নয়। মার্কিন সেনা আধিকারিকদের পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ওবামা মার্কিন যুক্তরাষ্ট্র-সহ অন্যান্য দেশের কাছে সিরিয়ান শরণার্থীদের গ্রহণ করে নেওয়ারও আবেদন জানিয়েছেন।