ক্ষমতা দেখিয়ে চোর ছেড়ে দিলেন নিরাপত্তা পরিদর্শক, হলেন বরখাস্ত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,২৮ জুন : তিনি রেলওয়ে নিরাপত্তা বিভাগের পরিদর্শক তিনি। রেল সরঞ্জামের নিরাপত্তা দেয়া তারই দায়িত্ব।

কিন্তু রেল সরঞ্জাম চুরি করার সময় তার অধীনে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা চারজন চোরকে হাতেনাতে আটক করলেও নিজের ক্ষমতা বলে একজন চোরকে তিনি ছেড়ে দেন এবং গ্রেপ্তার দেখান তিনজনকে।

কিন্তু চোর ছেড়ে দিয়ে তার শেষ রক্ষা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে। তিনি চট্টগ্রামের রেলওয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক ইসরাফিল মৃধা।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় এক অফিস আদেশে ইসরাফিল মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ইসরাফিল মৃধাকে সাময়িক বরখাস্ত করার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ।

এদিকে ওই চুরির ঘটনায় আটকরা হলেন— জসিম উদ্দিন, আলমগীর এবং শফিকুল ইসলাম।

সহকারী কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ জানান, গত ২৭ জুন চট্টগ্রামের পাহাড়তলীর রেলওয়ের সেলডিপুতে দায়িত্বরত সহকারী প্রকৌশলী (স্টোর)  মো. ইউনুসের সহয়তায় অবৈধভাবে রেলের গুরুত্বপূর্ণ সরঞ্জাম পাচার করছিলেন একটি চক্র। এই সময় রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চার চোরকে হাতেনাতে আটক করে। আটকের পর পরিদর্শক ইসরাফিল মৃধার কাছে নিয়ে গেলে তিনি নিজ ক্ষমতাবলে একজন চোরকে ছেড়ে দিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার দেখান। এই ঘটনা জানাজানি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শক ইসরাফিল মৃধাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

তবে, ইসরাফিল মৃধার দাবি আটক চার জনের মধ্যে একজন ছিলেন ভ্যানচালক। তাকে ছেড়ে দেয়া হয়েছিলো।