সরকারি অনুদান পাচ্ছেন ননএমপিও শিক্ষক-কর্মচারীরা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,২৬ জুন : করোনা সঙ্কটে বন্ধ থাকা দেশের ৮ হাজার ৪শ’ ৯২টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ননএমপিও ৮০ হাজার ৭শ’ ৪৭ শিক্ষককে পাঁচ হাজার টাকা করে অনুদান দিচ্ছে সরকার। আর ২৫ হাজার ৩৮ কর্মচারী পাবেন আড়াই হাজার টাকা করে।শিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিশেষ অনুদানের খাত থেকে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা সব জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ দিয়েছেন। তালিকার ভিত্তিতে জেলা প্রশাসকেরা এই টাকা সংশ্লিষ্ট ননএমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে চেক বা ব্যাংক হিসাবের মাধ্যমে চলতি মাসেই বিতরণ করবেন।

করোনা মহামারিতে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।