টাকার জন্য করোনা রোগীর মরদেহ আটকে রাখার অভিযোগ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,২৫ জুন : রাজধানীর মালিবাগে একটি বেসরকারি হাসপাতালে কোভিড রোগীর মরদেহ আটকে রেখে গলাকাটা বিল আদায়ের অভিযোগ উঠেছে। জোর করে আইসিইউতে রেখে পাঁচদিনে দেড় লাখের বেশি বিল ধরিয়ে দেয়া হয় বলে দাবি স্বজনদের। এসব অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

একজন বলেন, এখানে কী চিকিৎসা হয় আমি জানি না? রোগীর স্বজনদের সঙ্গে মারামারি চলছে। রোগীকে আটকে রেখেছে, টাকা না দেয়ায় তার মরদেহ দিচ্ছে না।

১৪ জুন করোনা আক্রান্ত হয়ে প্রশান্তি হাসপাতালে ভর্তি হন নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা ডা. মহিউদ্দীন পারভেজ। ভর্তির সময় তার শারীরিক অবস্থা বেশ ভালো ছিল বলে দাবি স্বজনদের। কিন্তু পারভেজকে জোর করে আইসিইউতে পাঠান পরামর্শক চিকিৎসক। ১৮ জুন ভোররাতে মৃত্যু হয় তার। এরপর ১ লাখ ৫৬ হাজার টাকার বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বিল পরিশোধ না করা পর্যন্ত আটকে রাখা হয় লাশ।