ডিভোর্সের মামলা করলেন ফ্লয়েড-হত্যায় অভিযুক্ত পুলিশ অফিসারের স্ত্রী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,০৫ জুন : ফ্লয়েড হত্যার প্রতিবাদে যখন  সারা দেশ উত্তাল, ঠিক সে সময় ডিভোর্সের মামলা করে বসলেন খুনি পুলিশ অফিসার ডেরেক শওভিনের স্ত্রী কেলি মে শওভিন। পাশাপাশি নিজের পদবি পাল্টানোর আর্জিও জানিয়েছেন ৪৫ বছর বয়সী এই নারী। অবশ্য সে জন্য কোনো ক্ষতিপূরণ বা খোরপোষ দাবি করেননি তিনি। এনডিটিভির।

তৃতীয় ডিগ্রি খুনের ধারায় শওভিনের বিরুদ্ধে করা মামলাটি ইতোমধ্যে সেকেন্ড ডিগ্রিতে উন্নীত করা হয়েছে। ঘটনার সময় তাকে সাহায্য করার জন্য আরও তিন পুলিশকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আর এই ঘটনার জেরেই ভাঙতে চলেছে অভিযুক্ত পুলিশ অফিসারের ১০ বছরের দাম্পত্য সম্পর্ক।

২৫ মে চেক জালিয়াতির অভিযোগে, মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে রাস্তায় ফেলে নৃশংস অত্যাচার চালিয়ে হত্যা করে ডেরেক শওভিন। জর্জের পিঠের ওপর চাপ দিয়ে বসে থাকেন তিনি এবং আরও দুই পুলিশকর্মী। তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় জর্জ ফ্লয়েডের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে  দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই ঘটনার ভিডিও। তারপর থেকেই হিংসার আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্র। কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন অসংখ্য মানুষ।