সেমাই কেনার টাকাকড়ি নেই: কাঙ্গালিনী সুফিয়া (ভিডিও)

SHARE

কাঙ্গালিনী সুফিয়া

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,২৫ মে : ‘আজ ঈদ। কিন্তু সেমাই কেনার টাকাকড়ি নেই। একটা সালোয়ার কামিজ পরে বসে আছি। কেউ খোঁজ নেয়নি।’—কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন সংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া।

‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’—এমন অনেক শ্রোতাপ্রিয় গানের এই শিল্পী এখন কুষ্টিয়ার জেল খানা মোড়ে একটি আশ্রয় কেন্দ্রে থাকেন। করোনার কারণে কোনো কাজ কর্ম নেই। তাই কিছুদিন আগে টাকা ফুরিয়ে যায়। ওষুধ ও খাবরের টাকা ছিল না তার কাছে। এ খবর প্রকাশের পর রাইজিংবিডিসহ কয়েকজন ব্যক্তি সহযোগিতার হাত বাড়ান। তা দিয়ে এতদিন চলেছেন। এখন তার হাত খালি হয়ে গেছে বলে রাইজিংবিডিকে জানান এই শিল্পী।

কাঙ্গালিনী সুফিয়া বলেন, ‘শিল্পীদের কোনো মূল্য নেই। আমি সালোয়ার কামিজ পরে থাকি। তা দেখে কেউ কেউ হাসে। শাড়ি কেনার টাকা নেই। ঈদের দিনে সবাই সেমাই রান্না করে। আমি কাঙ্গালীনির সে সমার্থ্য নেই, এতটাই অভাগা আমি। কেউ আমার খোঁজ নেয় না।’

কাঙ্গালিনী সুফিয়া গানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার।