আম্ফানের প্রভাবে খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,খুলনা প্রতিনিধি,১৯ মে : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’-এর প্রভাবে খুলনা অঞ্চলে কিছুটা ঝড়ো বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টা থেকেই বৃষ্টিপাত হচ্ছে। এ বৃষ্টিপাতকে আম্ফানের পূর্ব লক্ষণ বলে জানিয়েছে খুলনা আবহাওয়া অফিস।

এর আগে সোমবার রাত থেকেই খুলনার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তবে, মঙ্গলবার সকালে সামান্য রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ম্লান হয়ে যায়। সঙ্গে দমকা হাওয়া বইছে।

এদিকে, খুলনার নয়টি উপজেলায় ৬০৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে জরুরি চিকিৎসাসেবায় ১১৬ টি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ছুটিও।

উপকূলের গণমাধ্যম কর্মীরা জায়েছেন, মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলার কেউই আশ্রয় কেন্দ্রে যায়নি। তবে, মাইকিং অব্যাহত রয়েছে।

খুলনা জেলা সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, মঙ্গলবার বেলা ১২টার আবহাওয়ার বুলেটিন অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ৬৯০ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

তিনি বলেন, ‘ঘুর্ণিঝড় আম্ফানের অগ্রভাগ বাংলাদেশে ঢুকে পড়ায় তার প্রভাবে খুলনা অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। তবে, মঙ্গলবার থেমে থেমে এই বৃষ্টিপাত হবে। কিন্তু বুধবার সকাল থেকে অবিরাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’