ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,১৩ মে : বাগদান সারলেন তেলেগু অভিনেতা রানা দাগ্গুবতি। মিহীকা বাজাজের সঙ্গে বাগদান সেরেছেন বাহুবলি সিনেমাখ্যাত এই অভিনেতা।
মঙ্গলবার (১২ মে) ইনস্টাগ্রামে ভক্তদের এই খবর নিজেই জানিয়েছেন রানা দাগ্গুবতি। মিহীকার সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে এই অভিনেতা লিখেছেন, ‘সে হ্যাঁ বলেছে’।
মিহীকা পেশায় ইভেন্ট প্ল্যানার। ‘ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও’র প্রতিষ্ঠাতা। তার বাবা বান্টি বাজাজ প্রসিদ্ধ জুয়েলারি ডিজাইনার। রানা-মিহীকা দুজনই হায়দরাবাদে থাকেন। বাগদান হলেও এখনো বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি এই জুটি। করোনা মহামারির কারণে লকডাউন চলছে। শোনা যাচ্ছে, লকডাউন উঠে গেলেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।
এদিকে বাগদানের খবর প্রকাশের পর থেকেই অভিনন্দন বার্তায় ভাসছেন রানা দাগ্গুবতি। শ্রুতি হাসান, তামান্না, সামান্থা আক্কিনেনি সহ অন্য তারাকারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।