মাদারীপুরের সদর উপজেলায় আওয়ামীলীগের দুইগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার (৩ মে) দুপুরে উপজেলার পূর্বরাস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বরাস্তি এলাকায় দীর্ঘ দিন ধরে জেলা যুবলীগের সহ-সম্পাদক বিল্লাল মোল্লার সঙ্গে একই এলাকার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজু হাওলাদারের দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের জের ধরে দুইগ্রুপের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলিতে কয়েকজন আহত হয়েছেন। মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মফিজুল ইসলাম লেলিন বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজন সদর হাসপাতালে ভর্তি আছেন।
গুলিবিদ্ধরা হলেন, পূর্বরাস্তি এলাকার সালাম সরদারের ছেলে রাজ্জাক সরদার (৩২), মজিবর সরদারের ছেলে মামুন সরদার (৩৫), ঘেসু বেপারীর ছেলে পলাশ বেপারী (৩৫), মজিবর সরদারের ছেলে সাদ্দাম সরদার (৩২) ও ফিরোজ সাহী (৪২)।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছেন, বিল্লাল মোল্লার লাইসেন্স করা বন্দুক থেকে গুলি করা হয়েছে।