ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,২৮ এপ্রিল : শুরু হয়েছে ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান। এ মাসে বিশ্বের সব প্রান্তে মুসলমানরা রোজা রাখছেন। মুসলমানদের সঙ্গে রোজার অভিজ্ঞতা নিতে এবং ইসলাম বুঝতে রোজা রাখছেন ব্রিটেনের অমুসলিম ব্রিটিশ এমপি পল ব্রিস্টো।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শুক্রবার (২৪ এপ্রিল) থেকে ব্রিটেনে রোজা শুরু হয়েছে। দেশটির পিটারবারো শহরে প্রায় ২০ হাজার মুসলিম বসবাস করেন। পল ব্রিস্টো এই শহরের কনজারভেটিভ পার্টির সাংসদ।
পল ব্রিস্টো নিজের টুইটার হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় জানান, রোজার মাস হচ্ছে ইবাদতের মাস। আমি মুসলমান নই। কিন্তু আমার শহরে ২০ হাজার মুসলমান রয়েছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি রমজানের প্রথম সপ্তাহ রোজা রাখব। তাদের সঙ্গে অভিজ্ঞতা নিতে চাই। আমি ইসলাম সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে চাই।
এদিকে করোনাভাইরাসের প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে লকডাউনের মধ্যে কীভাবে রোজা পালন করতে হবে তা নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)।