এরিক এরশাদ ও তার মা বিদিশা এরশাদ – ফাইল ছবি
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,২৬ এপ্রিল : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরপরই ক্ষমতার দ্বদ্ব শুরু হয় দুই নেতার মধ্যে। একদিকে তার স্ত্রী রওশন এরশাদ, আরেকদিকে ছোটভাই জিএম কাদের। তবে অন্য একজনের চোখ রাজনীতির দিকে ছিল না। তিনি এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা।
তিনি ‘পাখির চোখ’ করেছিলেন এরশাদের বহুমূল্য বাসভবন প্রেসিডেন্ট পার্ককে। আর এই ভবনে ঢোকার ‘চাবি’ বানিয়েছেন ছেলে এরিককে। ভবন দখলের পাশাপাশি তিনি অলিখিতভাবে এখন এরশাদ ট্রাস্টেরও নিয়ন্ত্রক। এরশাদের সঙ্গে ছাড়াছাড়ির পর যে প্রেসিডেন্ট পার্কে তার ঢোকা ছিল নিষিদ্ধ; এরশাদের মৃত্যুর পরপরই সেই ভবনই এখন বিদিশার স্থায়ী নিবাস। দল-সংশ্লিষ্ট অনেকেরই মত- এরশাদের মৃত্যু আশীর্বাদ হয়ে এসেছে বিদিশার জন্য।
এ প্রসঙ্গে বিদিশা সিদ্দিকী ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কমকে বলেন, ‘আমি প্রেসিডেন্ট পার্কে আছি। আমার কারণে স্বস্তিতে রয়েছে এরিক। মা হিসেবে আমি তাকে দেখাশোনা করছি। সে এখন ভালো লেখাপড়া করছে। পবিত্র রমযান আসার আগেই ১০ পারা কোরআন শরিফ তেলাওয়াত শেষ হয়েছে এরিকের।’
এদিকে ট্রাস্টের সঙ্গে যারা জড়িত আছেন তারাও একসময় বিদিশার বিপক্ষে ছিলেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলে গেছে অনেক কিছু। যারা শুরুতে বিদিশার বিরোধিতা করেছেন, তারাই এখন বলতে গেলে বিদিশার রক্ষক। বিদিশাকে সাহায্য করতে তারা প্রকাশ্যে মাঠে আছেন