তারাবির নামাজ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ে নির্দেশনা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,২৪ এপ্রিল : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে পবিত্র মাহে রমজানের তারাবিহ নামাজ ঘরে আদায় কারার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র মাহে রমজানে এশার জামায়াতে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম এবং দুজন হাফেজনহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন। এশার জামায়াত শেষে এ ১২ জনই মসজিদের তারাবিতে অংশগ্রহণ করবেন। অন্যান্য মুসল্লিরা নিজ নিজ ঘরে এশা ও তারাবিহ নামাজ আদায় করবেন। সবাই ব্যক্তিগতভাবে তিলাওয়াত, যিকির ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার রহমত ও বিপদ মুক্তির প্রার্থনা করেবন।

আরও বলা হয়েছে, প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতারের আয়োজন বা যোগদান করতে পারবেন না।