পানছড়ি উপজেলা ছাত্রলীগ কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মোঃ সালাউদ্দিন, (খাগড়াছড়ি) প্রতিনিধি,২২ এপ্রিল : করোনা পরিস্থিতির কারণে ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট দেখা দেয়ার কারণে জেলার পানছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে পানছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের নেতৃত্বে উপজেলার মরাটিলা গ্রামের এক কৃষকের ২ কানি (৮০ শতক) জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে ১ কিলোমিটার পায়ে হেঁটে ঘরে তুলে দেওয়া হয় । এতে ২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী অংশগ্রহন করে।
উপজেলা ছাত্র লীগের সভাপতি বলেন,দেশ জুড়ে লকডাউনে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু স্তব্ধ হয়ে যাইনি প্রকৃতির নিয়ম । সবুজ আবরণ ভেদ করে সোনালী আলোয় মাঠে শোভা পাচ্ছে কৃষকের সোনালী ফসল ধান। ঘরে তুলতে হবে উক্ত ধান; কিন্তু শ্রমিক সংকট থাকায় কৃষকের হতাশা ঘুঁচাতে স্বেচ্ছাশ্রমে পাকা ধান কেটে ঘরে তুলে দিলাম। এছাড়াও লকডাউনে হোম কোয়ারান্টানে থাকা মানুষের মাঝে খাদ্য সহায়তা সহ প্রয়োজনীয় পণ্যও ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি আমরা।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, করোনা পরিস্থিতির কারণে ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ জায়গায় ধানে সোনালী বর্ণ ধারণ করেছে। তাই শ্রমিক সংকটে যাতে কৃষক তার ফসল তুলতে বাধাগ্রস্ত না হয় সেদিকটি বিবেচনা করে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মোমিন বলেন, আওয়ামীলীগ মানুষের সেবা করায় বিশ্বাসী। আর আওয়ামীলীগের অতিগুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন হচ্ছে ছাত্রলীগ। দেশের এ দুর্যোগ মুহূর্তে পানছড়ি উপজেলা ছাত্রলীগ যে পরিশ্রম করে যাচ্ছে তা রাজনীতি অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি আশাকরি, শুধু করোনা পরিস্থিতি নয় ; পানছড়ি উপজেলাবাসীর যে কোন দুর্যোগ মুহুর্তে মানবকল্যাণে ছাত্রলীগ এগিয়ে আসবে।