এক গানে নাচলেন ১৯ শিল্পী (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,২১ এপ্রিল : ঘরবন্দি জীবনে মানুষের মনোবল বৃদ্ধির জন্য সাংস্কৃতিককর্মীরা নানা কাজ করে যাচ্ছেন। কেউ গান বাঁধছেন, কেউবা কবিতা। এবার একঝাঁক নৃত্যশিল্পী পারফর্ম করলেন একটি গানের ভিডিওতে।

কোরিওগ্রাফার ইভান শাহরিয়ারের আহ্বানে এতে পারফর্ম করেছেন—বরেণ্য শিল্পী লায়লা হাসান, ফেরদৌস, তারিন, মোনালিসা, ঈশিতা, নাদিয়া, সোহানা সাবা, আশনা হাবিব ভাবনা, শানু, তুষ্টি, আঁচল, নিশা, হিমি, সিনথিয়া, লাবণ্য, তোরসা, পারসা ইভানা, মিম চৌধুরী, বারিষসহ ১৯ জন নৃত্যশিল্পী।

এ প্রসঙ্গে লায়লা হাসান বলেন, ‘কোনো সংকটে সংস্কৃতিকর্মীরা কখনই বসে থাকেন না। দুর্যোগে তারা তাদের মতো করে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এখন যেহেতু সবাই ঘরবন্দি, লম্বা সময় ধরে ঘরে থাকা মানুষগুলো একঘেঁয়েমিতে ভুগতে পারেন। তাদের কথা চিন্তা করে গান, অভিনয়, নাচের অঙ্গনের শিল্পীরা যার যার অবস্থান থেকে নানা কিছু করে যাচ্ছেন। সাহস ও অনুপ্রেরণা দেয়ার চেষ্টা করছেন। এটি তারই একটি অংশ।’

ইভান শাহরিয়ার বলেন—‘‘গৃহবন্দি মানুষের সাহস, অনুপ্রেরণা ও সচেতনতা তৈরিতে শিল্পীরা নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় দেশ বরেণ্য একঝাঁক শিল্পী ‘আমরা করব জয়’ গানটি বেছে নিয়ে নাচের একটি নতুন কম্পোজিশন তৈরির চেষ্টা করেছি। সবাই যার যার বাসা থেকে ভিডিও করে পাঠিয়েছেন। খুব শিগগির এটি মুক্তি পাবে।’’

এই গানে পারফর্ম করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী মোনালিসা। এই শিল্পী বলেন, ‘এটাকে শুধু একটি নৃত্য হিসেবে দেখার কিছু নেই, এটি ঘরে থাকা সবাইকে সাহস কিংবা অনুপ্রেরণা জোগানোর বার্তা।’