জানাজায় জনস্রোত, সরাইলের ওসি প্রত্যাহার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,১৯ এপ্রিল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা গ্রামে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় মানুষের জমায়েত ঠেকাতে যথাযথ ব্যবস্থা নি‌তে না পারায় সরাইল‌ থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্রাহ্মণবা‌ড়িয়ায় জানাজায় লোক সমাগ‌মের বিষ‌য়ে যথাযথ ব্যবস্থা নি‌তে না পারায় সরাইল‌ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য পরস্পর থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্য অনেক দেশের মত বাংলাদেশ সরকারও প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে। সংক্রমণের বিস্তার ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে আগেই। অর্থাৎ, এক এলাকার মানুষ অন্য এলাকায় যেতে পারার কথা না।

কিন্তু শনিবার (১৮ এপ্রিল) সকালে প্রসাশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরাইল উপজেলার বেড়তলা গ্রামে লাখো মানুষ মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজা অংশগ্রহণ করে।

এদিকে জানাজায় অংশ নেয়ার সূত্র ধরে বেড়তলাসহ আশপাশের ৪ গ্রামের বাসিন্দাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারী শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কাস পাড়ায় নিজের বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে মাওলানা যুবায়ের আহমদ আনসারী স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা যুবায়ের আহমদ আনসারী বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির এবং বেড়তলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এ ছাড়া তিনি একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন বীর সেনানী ও আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব। এ ছাড়া ইসলামী আলোচক হিসেবে তার খ্যাতি বিশ্বজুড়ে।