সামাজিক দূরত্ব নিশ্চিত করবে ড্রোন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চট্টগ্রাম প্রতিনিধি,১৪ এপ্রিল : করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত, অহেতুক ঘোরাঘুরি ও আড্ডাবাজি রোধ করতে অভিনব উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কোতোয়ালি থানা। থানা এলাকার মানুষজনের উপর নজরদারি বৃদ্ধি করতে ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে এ ড্রোন ব্যবহার করা হচ্ছে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘ইদানীং দেখা যাচ্ছে রাস্তাঘাটে লোকজন অহেতুক ঘোরাফেরা ও আড্ডাবাজি করছে। এতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না। তাই কোতোয়ালি এলাকায় ড্রোন ব্যবহার করা হচ্ছে। ড্রোনের মাধ্যমে প্রাপ্ত ছবি ও ভিডিও ফুটেজ থেকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং লোকজনকে অহেতুক বাইরে ঘুরাফেরা না করতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। এজন্য প্রয়োজনে আইন প্রয়োগের নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু  নগরীর বিভিন্ন এলাকায় সেই নির্দেশনা অমান্য করছে কিছু লোকজন। আইন অমান্যকারী এসব লোকজনের উপর নজরদারি বৃদ্ধি করতে ড্রোন ব্যবহারের উদ্যোগ নেয় ওসি মোহাম্মদ মহসিন। রবিবার বিকাল থেকে নগরীর কোতোয়ালি থানা এলাকার জামালখান, কাজীরদেউরি,  ব্যাটারিগলি, পাথরঘাটা,  আলকরণ এলাকায় পরীক্ষামূলকভাবে ড্রোন উড়ানো হয়।

ড্রোন ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও করা হয়। এসব ফুটেজ যাচাইবাছাই শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কোতোয়ালি থানা পুলিশ।