ফাঁসির মঞ্চে নীরব ছিলেন মাজেদ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,১২ এপ্রিল : তওবার সময় কান্নাকাটি করলেও ফাঁসির মঞ্চে নীরব ছিলেন জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ।

জল্লাদরা যখন তাকে কালো যম টুপি পরাচ্ছিলেন, তখন তিনি একেবারে চুপ ছিলেন। জল্লাদের সঙ্গে ফাঁসির মঞ্চে যাওয়ার সময় টু শব্দও করেননি তিনি।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১ মিনিটে মাজেদের ফাঁসি কার্যকর হয়। ৫ মিনিট ঝুলিয়ে রাখার পর তার লাশ ফাঁসির মঞ্চ থেকে নীচে নামানো হয়।

এর আগে বিকেলে মাজেদ কনডেম সেলে দায়িত্বরত কারারক্ষীদেরকে তার জন্য দোয়া করতে বলেছেন বলে কারা সূত্রে জানা গেছে।