‘ডাক্তার ছেলেকে করোনাযুদ্ধে পাঠিয়েছি’

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,০৯ এপ্রিল : ‘ভয়কে জয় করে’ করোনাযুদ্ধে ঝাঁপিয়ে পড়া চিকিৎসক ছেলেকে নিয়ে ফেসবুকে আবেগময় পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টু‌্যরিজম অ‌্যান্ড হসপিটালিটি বিভাগের অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান।

চিকিৎসক ছেলের পিপিই পরিহিত ছবি শেয়ার করে তিনি লিখেছেন ‘ডাক্তারটি আমার সন্তান।  বর্তমানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করছে সিলেটের ওসমানী মেডিক‌্যাল কলেজে।  ‍নিজের বিবেক থেকে করোনাভাইরাসের বিরুদ্ধে জীবনবাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে…।’

ছেলেকে দেখে সেই কবিতাটা মনে পড়ে গেল:

‘হঠাৎ বিষাদ ছড়িয়ে গেল বাতাসে,

মন্দিরে মসজিদে কেউ নাই আর।

শুধু একদল যুদ্ধ করে গেল

নাম? ডাক্তার।’

তাদের জন্য দোয়া রইলো। আপনারাও দোয়া করবেন।

বুধবার (০৮ এপ্রিল) সন্ধ‌্যায় পোস্ট করা ফেসবুক স্ট্যাটাসটিতে এরইমধ্যে ৩৩ হাজার লাইক পড়েছে, প্রায় ছয় হাজার কমেন্টসের পাশাপাশি দুই হাজারের বেশি শেয়ার হয়েছে।

অধ্যাপক রাশিদুল হাসান চিকিৎসক ছেলেকে নিয়ে গর্ব করে বলেন, ‘আমার ছেলে পিপিই পাওয়ার আগেই নিজের বিবেকের তাড়না থেকে করোনাভাইরাসের বিরুদ্ধে ‍যুদ্ধে নেমেছে। এজন্য বাবা হিসেবে আমি গর্বিত।’

আবেগজড়িত কণ্ঠে বাবা রাশিদুল হাসান বলেন, ‘ঢাকা থেকে মেয়ের পাঠানো পিপিই পরিধান করে যখন আমার ছেলে ছবি পাঠালো, তখন মনে হলো, ইউনিফর্ম পড়িয়ে ছেলেকে যুদ্ধে পাঠিয়েছি।’