বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন। বৃহস্পতিবার বেলা ১১টায় ইসিতে যাবেন তারা।
মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা নির্বাচন কমিশনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন সুলতানার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেবেন।
স্মারকলিপিতে পৌর নির্বাচনে নারী প্রার্থীদের নিরাপত্তা, প্রতীক বরাদ্দ, সার্বিক পরিস্থিতি নিয়ে মহিলা দলের পক্ষ থেকে কিছু পর্যবেক্ষণ এবং দাবি তুলে ধরা হবে।