ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,০৬ এপ্রিল : কাঁচাবাজার ও সুপার শপ প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এরপর বন্ধ করতে হবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলামের নির্দেশে সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) এ সিদ্ধান্ত হয় বলে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এ নির্দেশের আওতায় আসবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম উদ্ভূত এ সংকট মোকাবিলায় সবার সহযোগিতা চেয়েছেন।
এদিকে এমন ঘোষণার পর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। মাইকে ঘোষণা দিয়ে দোকানপাট বন্ধ করতে বলা হচ্ছে।