চলচ্চিত্রের স্বল্প আয়ের মানুষের পাশে ওমর সানি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,০৫ এপ্রিল : করোনার সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার। করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। চলচ্চিত্রের সকল কার্যক্রম বন্ধ। এতে স্বল্প আয়ের মানুষগুলো আর্থিক টানাপোড়নে দিন কাটাচ্ছেন।

এদিকে প্রোডাকশনের লোকজনদের সহযোগিতায় এগিয়ে এসেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। আজ রোববার বিএফডিসিতে তাদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘অল্প সংখ্যক কিছু দান নিয়ে অনেকদিন পর গেলাম আমাদের প্রাণের জায়গা বিএফডিসিতে, যারা নেহায়েত অসহায় বিশেষ করে প্রোডাকশনে যারা কাজ করে, কিছু সংখ্যক প্রোডাকশন ম্যানেজার এবং অল্প সংখ্যক কিছু লোককে এসব দেওয়া হয়েছে। কিন্তু আমি না গেলে বুঝতেই পারতাম না এত বিশাল শুন্যতা তৈরি হয়েছে।’

সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার একার পক্ষে এই শুন্যতা পূরণ সম্ভব নয়, চলচ্চিত্রের অনেক বিত্তশালী মানুষকে এগিয়ে আসতে হবে, কয়েকজন দিচ্ছে সেটা আমি জানি, কিন্তু আরো এগিয়ে আসতে হবে। কারো নাম বলে ছোট করার অধিকার আমাদের নেই, এখন আমরা সবাই অসহায় আল্লাহর কাছে।’