ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঝালকাঠি প্রতিনিধি,০৪ এপ্রিল : ৫ টাকা দিয়ে একটি কুপন কিনলেই পাওয়া যাবে চাল ডালসহ ৮টি নিত্যপণ্য।
শনিবার (৪ এপ্রিল) থেকে এ কর্মসূচি চালু করেছে ঝালকাঠির কৃষ্ণকাঠি বাসটার্মিনাল এলাকার ‘স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা’ নামে একটি সংগঠন ।
শুরুতে একশ পরিবার ৫ টাকা দিয়ে কুপন কিনে পাবেন- ৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল, একটি মাস্ক, একটি সাবান ও এক প্যাকেট লবণ।
শহরে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষকে খাদ্যসামগ্রী দিতে এ ধরণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
খাদ্যসামগ্রীর প্রয়োজন রয়েছে অথচ সামাজিক কারণে রাস্তায় নামতে পারছেন না, এমন ব্যক্তিরা সেলফোনে কল করলেও পৌঁছে দেওয়া হবে এসব খাদ্যসামগ্রী।বিনিময়ে তাকে দিতে হবে মাত্র ৫ টাকা। অসহায় মানুষ গর্বের সাথে পণ্যগুলো নিতে পারবেন।
৫ টাকা দিয়ে পণ্য কেনায় কেউ ভাববে না, যে দান গ্রহণ করছে কিংবা অনুগ্রহ নিয়েছে- এ ধারণা আয়োজকদের।
শহরের কৃষ্ণকাঠি ‘স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার’ কার্যালয়ে গিয়েও এসব পণ্য সংগ্রহ করা যাচ্ছে।
সংস্থার সভাপতি এইচ.এম রিয়াজ খান অশ্রু কর্মহীন মানুষের হাতে চাল ডাল তেল তুলে দিচ্ছেন। যারা এ পণ্য নিচ্ছেন, তারা সামাজিক দূরত্ব বজায় রাখছেন।
প্রথম দিনে সংস্থাটি একশ জনের প্যাকেজ প্রস্তুত করেছে।
এইচএম রিয়াজ খান অশ্রু জানান, এ কাজে তাকে আর্থিক সহায়তা করেছেন তার বন্ধু, আত্মীয়-স্বজন ও পরিচিতজনরা।