ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,২৭ মার্চ : গোটা বিশ্বের মতো করোনাভাইরাসে আক্রান্ত ভারত। দেশটিতে এ পর্যন্ত ৭০০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৬ জন। লকডাউন করা হয়েছে সমগ্র ভারত।
এই দুর্দিনে সিনেমার কলাকুশলীদের পাশে দাঁড়াতে ৫০ লাখ রুপি দান করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। কমল হাসান নিজের পুরো বাসভবনই করোনা চিকিৎসার জন্য কাজে লাগাতে চেয়েছেন। এবার টলিউড অভিনেতা ও সাংসদ দেব নিজের সংসদীয় এলাকার মানুষদের জন্য ১ কোটি রুপি দান করলেন। নিত্য প্রয়োজনীর সামগ্রী কেনার জন্যে নিজের সাংসদ তহবিল থেকে এ অর্থ প্রদান করেন তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দেব তার তহবিল থেকে এই অর্থ প্রদান করেন। শুধু তার সংসদীয় এলাকা ঘাটালবাসী-ই নয়, স্বাস্থ্যকর্মীদের দিকেও নজর রেখেছেন এই সাংসদ। ঘাটাল এলাকায় যত হাসপাতাল রয়েছে, সেখানকার স্বাস্থ্যকর্মীরা যাতে প্রত্যেকে প্রয়োজনীয় মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস পান এজন্য এই উদ্যোগ নিয়েছেন তিনি। এই অর্থ থেকে করোনা পরীক্ষার কিট ক্রয় করা হবে। দেব করোনা চিকিৎসায় কোনোরকম ঘাটতি রাখতে চান না বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।