‘মনের মাঝে তুমি’ ছবির পরিচালক মারা গেছেন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,২৫ মার্চ : প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মতিউর রহমান পানু আর নেই। মঙ্গলবার রাত ১১ টার দিকে উত্তরার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু তার মৃত্যুর খবরটি সমকাল অনলাইনকে নিশ্চিত করেন ।

বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই পরিচালক।  তার মৃত্যুর খবর জানিয়ে খোরশেদ আলম খসরু বলেন,  পানু ভাই একজন অন্য মাপের লোক। পরিচালক ও প্রযোজক দুই ছিলেন তিনি। তার চলে ‍ যাওয়া মানেই আমাদের বিরাক ক্ষতি।  বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে তার বিদেহী আত্মার প্রতি সম্মান এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

১৯৬৪ সালে প্রথমে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন পানু। এরপর ১৯৭৯ সালে তিনি ‘হারানো মানিক’ ছবি দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর আপন ভাই, নাগ মহল, নির্দোষ, সাহস, মান মর্যাদা, নির্যাতন, সাথী, বেদের মেয়ে জোসনা (ভারত), মনের মাঝে তুমি সিনেমা নির্মাণ করেন।

আর প্রযোজনা করেন, বেদের মেয়ে জোসনা (বাংলাদেশ), গাড়িয়াল ভাই, রঙ্গিলা, নসিমন (বাংলাদেশ) ও বৌমার বনবাস (ভারত), মনের মাঝে তুমি (যৌথ ভাবে আব্বাস উল্লাহ সিকদার এর সাথে), মোল্লা বাড়ীর বউ, ডাক্তার বাড়ী ও ওরে সাম্পানওয়ালা ইত্যাদি ছবিগুলো।