করোনা পরিস্থিতিতে মক্কা-মদিনায় নামাজের জামাআত চালু রাখছেন যারা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,২৫ মার্চ : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ২১ দিনের কারফিউ ঘোষণা করেছে সৌদি সরকার।

এর আগে গত ১৭ মার্চ থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববী বাদে সৌদি আরবের সব মসজিদে নামাজ পড়া বন্ধ ঘোষণ করা হয়েছে।

তবে এ দুই পবিত্র মসজিদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে সৌদি সরকার। যে কারণে এ দুই পবিত্র মসজিদে স্বল্প পরিসরে নামাজের জামাআত আদায় করা হচ্ছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কাবায় অল্প কয়েকজন মুসল্লির অংশগ্রহণে নামাজের দৃশ্য। তাদের অনেকের মাস্ক পরিহিত ছিলেন। নামাজের কাতারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যকেও দেখা গেছে। সবচেয়ে বেশি সংখ্যায় দেখা গেছে মসজিদের পরিচ্ছন্নতাকর্মী ও খাদেমদের।

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে মসজিদে নববীতে গত ২০ মার্চে জামাআতে নামাজ পড়ার একটি ভিডিও। এখানে মসজিদের পরিচ্ছন্নতাকর্মী ও খাদেমদের দেখা গেছে।

মূলত চলমান করোনা পরিস্থিতিতে এ দুই পবিত্র মসজিদের খাদেম ও পরিচ্ছন্নতাকর্মীরাই জামাআতে পাঁচ ওয়াক্তের নামাজ জারি রেখেছেন।

গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত এমনটাই হয়ে আসছে। মসজিদ দুটির নামাজের খবরাখবর ও কে কে ইমামতি করছেন সব ছবি ও ভিডিওসহ টুইট করছেন হারামাইন অফিসিয়াল টুইটার পেজ।

সেখানে জানানো হয়েছে ২২-২৮ মার্চ পর্যন্ত দুই পবিত্র মসজিদে যারা ইমামতি করছেন-

মক্কার মসজিদে হারামে ফজর ও আসরের ইমামতি করছেন শায়খ বন্দর বিন বালিলাহ। মাগরিব ও ইশায় ইমামতি করছেন শায়খ মাহের এবং জোহর পড়াচ্ছেন শায়শ আব্দুল্লাহ জুহানি।

এবং মসজিদে নববিতে ফজর পড়াচ্ছেন শায়খ হামেদ, জোহর পড়াচ্ছেন শায়খ কাসিম, আসর পড়াচ্ছেন প্রবীণ ইমাম শায়খ হুজাইফি, মাগরিব পড়াচ্ছেন শায়খ আহমদ হুজাইফি আর ইশা পড়াচ্ছেন শায়খ তুবাইতি।