বাসা-বাড়িতে শবে মেরাজের ইবাদতের আহ্বান

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,২২ মার্চ : করোনাভাইরাস সতর্কতায় পবিত্র শবে মেরাজের সারা রাতের ইবাদত বন্দেগি মসজিদ বাদ দিয়ে মুসল্লিদের বাসা বাড়িতে করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এই পবিত্র রজনী উপলক্ষে অতীতের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ তেমন কোন ওয়াজ মাহফিলের কর্মসূচি নেই। তবে বাদ মাগরিব ফরজ নামাজের পরে সংক্ষিপ্ত মোনাজাত অনুষ্ঠিত হবে।

রোববার (২২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান এসব তথ্য  জানান।

তিনি বলেন,  ‘পরিত্র শবে মেরাজে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ মাগরিব ইমাম সাহেব শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা সবাইকে বলেছি, যারা প্রতি ওয়াক্তে মসজিদে জামাতে নামাজ পড়তে যান, তারা যেন বাসায় অজু করে সুন্নত নামাজটা বাসায় পড়ে নেন তারপর মসজিদে গিয়ে  ফরজ নামাজ পড়েন।’

প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সারারাত ধরে  মুসল্লিরা ইবাদত বন্দেগি করে থাকেন।