মুজিব বর্ষ পালন বঙ্গবন্ধুকে নিয়ে মন্ত্রী তাজুল ইসলামের লেখা নতুন গান (ভিডিওসহ)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,১৯ মার্চ : তোমায় বুকে ধারণ করে এগিয়ে যাবে দেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব তুমি বাংলাদেশ এমন পংক্তিমালায় মুজিব বর্ষকে তুলে ধরে বঙ্গবন্ধুনে নিয়ে গানের রচনা করে তা প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার বিকালে এই গানের শুভ উদ্বোধন করেন, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম নিজেই।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে গত চার মাস আগে থেকেই একটি বিশেষ কিছু করার উদ্যোগ নেন মন্ত্রী নিজেই। মন্ত্রীর লেখা গানের কথা নিয়ে দ্রুততম সময়ে তৈরি হয় গান ‘তোমায় বুকে ধারণ করে এগিয়ে যাবে দেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব তুমি বাংলাদেশ’। গানের সুন্দর এই পংক্তিগুলো নিয়ে পরে মন্ত্রীর নির্দেশেই এই কাজে নিয়োজিত হন মন্ত্রীর সহকারী একান্ত সচিব জাহিদ হোসেন। আর তাকে সহায়তা করেন সরোয়ার, ফাহিম, জিএম আশরাফসহ অন্যরা।

পরে গানটির ভিডিও ক্লিপ ইটিউবে ছাড়া হয়। এরইমধ্যে গানটি এক লাখেরও বেশি মানুষ গানটি শুনেছে। ফেসবুকে শেয়ার করেছে প্রায় দেড় হাজার মানুষ। গানটির কথা লিখেছেন মন্ত্রী তাজুল ইসলাম, সুর করেছেন, সুভ্র রায় আর কণ্ঠ দিয়েছেন, সরোয়ার ও জিএম আশরাফ।

জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম আজ রাতে কালের কণ্ঠকে বলেন, জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী তথা মুজিব বর্ষকে জাতির কাছে চির স্মরণীয় করে রাখতে যে গানটি রচনা করা হয়েছে তাতে পুরো মন্ত্রণালয়ের কার্যক্রমসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের ছবি সম্পৃক্ত করা হয়েছে।

মন্ত্রী জানান, যেই মহামানব (বঙ্গবন্ধু) দেশের জন্য এত কিছু করে গেলেন, তাকে এই দেশেই নিষ্ঠুরভাবে মারা হয়েছে। তার অনুসারী হিসেবে আমরা কখনো তাকে ভুলতে পারি না। আমাদের সামান্য একটু উপহার জাতির জনকের জন্য আমরা তাই রেখে যেতে চাই। দর্শকরা তা দেখে নিশ্চই জাতির পিতাকে আবারো একবার স্মরণ করবে বলে তার বিশ্বাস।