ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪,কম,ঢাকা প্রতিনিধি,১৮ মার্চ : করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা ও সতর্কতায় প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে যাদের অতি প্রয়োজন তাদেরকে বিশেষ ব্যবস্থায় ঢুকতে দেওয়া হবে। এ ছাড়া যাদের বছরব্যাপী ঢোকার পাশ রয়েছে তাদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হচ্ছে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু কালের কণ্ঠকে বলেন, সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র। সতর্কতার অংশ হিসেবে অপ্রোয়জনীয় ভিজিটরদের সচিবালয়ে প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরাও বেশ সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কর্মকর্তাদের কাছে জীবাণুনাশক বোতল ব্যবহার করতে দেখা যায়। প্রথমে তারা কারো সঙ্গে হ্যান্ডশেক করলেও সঙ্গে সঙ্গে জীবাণুনাশক ব্যবহার করতে দেখা যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় অন্যান্য স্থানের মতো সচিবালয়েও কর্মকর্তারা উদ্বিগ্ন। এ কারণে সতর্কতার অংশ হিসেবে যাদের সচিবালয়ে প্রবেশ না করলেও চলবে এমন লোকজনকে পাস না দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।