মাদ্রাসা ছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে পাচঁ বখাটে আটক-ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,গাজীপুর প্রতিনিধি,০৬ মার্চ : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে শিক্ষা সফরে আসা মাদ্রাসা ছাত্রীদের ইভটিজিং এবং ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধরের অভিযোগে পাচঁ ইভটিজারকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে পার্ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এই ঘটনা ঘটে।
সুত্র জানায়, নেত্রকোনা দাখিল মাদ্রাসা থেকে ছাত্র-ছাত্রী নিয়ে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে শিক্ষা সফরে আসেন মাদরাসা কর্তৃপক্ষ। এসময় মাদ্রাসা ছাত্রীদের স্থানীয় পাচঁ বখাটে ইভটিজিং করতে থাকে। পরে মাদ্রাসার শিক্ষকরা ইভটিজিং এ বাধা দিলে বখাটেরা তাদেরকে মারমুখী হামলা চালায়। এতে মাদ্রাসার শিক্ষক ও দুজন ছাত্র রক্তাক্ত আহত হয়।
ঘটনার খবর পেয়ে গাজীপুরের ট্যুরিষ্ট পুলিশ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পার্কিং ইজারাদার মো. খোরশেদ মাতব্বরের সহায়তায় পাঁচ ইভটিজারকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।
ট্যুরিস্ট পুলিশের ডিউটিরত এএসআই মো. মেহেদী হোসেন ও এএসআই মো. খোরশেদুল আলম জানান, বৃহস্পতিবার নেত্রকোনা দাখিল মাদ্রাসা থেকে ছাত্র-ছাত্রী নিয়ে শিক্ষা সফরে আসেন ছাত্র ছাত্রীসহ শিক্ষকেরা। স্থানীয় কিছু বখাটেরা মাদ্রাসার ছাত্রীদের ইভটিজিং করতে থাকে। এসময় শিক্ষক ও ছাত্ররা বাধাঁ দিলে তাদেরকে মারধর ও হামলা চালায়। এতে শিক্ষকসহ ৩ জন আহত হয়।খবর পেয়ে ইভটেজার মারুফ, উজ্জল,রাব্বী, শরীফ ও শিহাবকে আটক করা হয়। পরে তাদের শ্রীপুর থানায় সোপর্দ করা হয়। শ্রীপুর থানার এসআই মো. নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এব্যপারে থানায় মামলা হয়েছে।