মহালছড়ি উপজেলার উপর দিয়ে আচমকা বয়ে যাওয়া কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয় ক্ষতি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মোঃ সালাউদ্দিন,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি,০৩ মার্চ : খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার উপর দিয়ে আচমকা বয়ে গেল কাল বৈশাখী ঘূর্ণিঝড়। ৩ মার্চ মঙ্গঁলবার সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকায় হঠাৎ করে শুরু হওয়া প্রায় আধাঘন্টা স্থায়ী প্রবল এই ঘূর্ণিঝড়ের সময়ে মানুষজন আতংকিত হয়ে পরে।

বিশেষ করে স্কুল টাইম হওয়ায় বেশি অতংগ্রস্থ হয়ে ওঠে শিক্ষার্থীদের অভিভাবক মহল। বিভিন্ন এলাকা হতে প্রাপ্ত তথ্যে জানা যায় প্রবল বেগে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়ে উপজেলা এলাকার আম,লিচু,কাঠাঁলের মতো মৌসুমী ফলের ফুল ও মুকুল ঝড়ে পরে গেছে বলে তথ্যসূত্রে জানা গেছে। আরও জানা যায় এদিনের ঘর্ণিঝড়ের তান্ডবে এলাকার ফলজ ও বনজ গাছ-গাছালির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এসময় অনেকের ঘরবাড়ি ছাউনিও উড়িয়ে নিয়ে গেছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। ঘর্ণিঝড়ের সময় হতে প্রায় তিন ঘন্টার মতো বন্ধ ছিল এলাকায় বিদ্যুৎ সরবরাহ। এদিন হাটের হাটের দিন হওয়াতে বাজারের ভাসমান ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। ঘর্ণিঝড়ের তান্ডবে এলাকার রবিশস্য ও রোপাধানে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট অভিজ্ঞ মহল সূত্রে জানা গেছে।

এছাড়াও খাগড়াছড়ি জেলাসহ বিভিন্ন এলাকায় এই ঘূণির্ ঝড়ের আঘাতে অনেক ক্ষতির খবর পাওয়া গেছে।