ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি ,২০ ফেব্রুয়ারি : যুক্তক্তরাজ্যের নাগরিক হওয়ার আবেদনে ভুয়া পরিচয় দেয়ায় এক বাংলাদেশিকে রেস্টুরেন্ট কর্মীকে আাদালতে নেয়া হয়েছে।যুক্তরাজ্যের গণমাধ্যম বার্মিংহাম মেইল জানায়, নুরুল ইসলাম নামে ওই বাংলাদেশি ২ হাজার পাউন্ড দিয়ে একজন আইনজীবী নিয়োগ করেছিলেন। কিন্তু তার মাধ্যমে করা আবেদনেই নুরুল ইসলাম ভুল পরিচয় দেন। সেখানে আলাউর রহমান নামে আরেকজন ব্রিটিশ বাংলাদেশির পরিচয় দেন তিনি।
চলতি সপ্তাহেই ওয়েলসে সোয়ানসি ক্রাউন আদালতে ৩৯ বছর বয়সী নুরুল ইসলাম দাবি করেন, তিনি ইংরেজি পড়তে বা লিখতে জানেন না। সেজন্য তিনি অনির্দিষ্টকালের জন্য ছুটির আবেদনে যে স্বাক্ষর করেছেন তা অন্যরকম।
নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ২০১৫ সালে তিনি ভুয়া পরিচয় এই ছুটির আবেদন করেছিলেন। এছাড়া অন্য একজনের পাসপোর্ট জমা দেন। তার পরিচয়পত্রের নথিগুলোও ঠিক ছিলো না। আদালতকে তিনি জানান, তার জন্ম বাংলাদেশে। ২০১০ সালে তিনি যুক্তরাজ্যে যান। তার দাবি, তিনি বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি) সমর্থন করায় ভয়ে ছিলেন যে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে।
এর আগে সোয়ানসিতে কর্মস্থলে অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তিনি এখনও নিজের দোষ স্বীকার করেনি এবং তার বিরুদ্ধে মামলা চলছে।