ভালুকায় সাংবাদিকের সাথে অসাদাচরণে অভিযোগে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ভালুকা প্রতিনিধি,০৯ ফেব্রুয়ারি : ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের ভালুকা প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের সাথে অসদাচরণের কারনে ভালুকা মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মাহবুবুর রহমানকে তাৎক্ষনিক ক্লোজড করে ময়মনসিংহ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।জানা যায়, গতকাল শনিবার রাতে ওই কর্মকর্তা ভালুকা পৌরসভার একজন ব্যবসায়ীকে অপমানজনক গালি দেওয়ার পর সাংবাদিক সুমন ফোনে ওই কর্মকর্তাকে এই বিষয়ে জানতে চাইলে সে উত্তেজিৎত হয়ে বলে তুই কে ..তর নামে তো অভিযোগ আছে। সে সাংবাদিক সুমনকে দেখে নেওয়ার হুমকি দেয়। এবং সাংবাদিক সুমনের পিতার নাম জানতে চায় এবং এখনই থানায় যেতে বলে।

এইসব কথোপথন সাংবাদিক সুমনের মোবাইল ফোনে রেকর্ড হওয়ার পর সুমন বিষয়টি রাতেই ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ,প্রেসক্লাবের নেতৃবৃন্দ ,বাংলাদেশ প্রতিদিন অফিসে রেকর্ডটি পাঠিয়ে শোনায়। বিষয়টি নিয়ে ভালুকার সাংবাদিকের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পরে রাতেই তাৎক্ষনিক ভাবে ওই পুলিশ কর্মকর্তাকে ময়মনসিংহ পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী জানায়,আমরা ঘটনাটি রাতেই অফিসার ইনচার্জকে অবহিত করি। ওই কর্মকর্তার এই ধরণের আচরণে আমাদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছিলো । তাকে রাতে প্রত্যাহার করায় সাংবাদিকদের মাঝে স্বস্থি নেমে আসে। মুজিব বর্ষের অঙ্গিকার –পুলিশ হবে জনতার এই শ্লোগানকে বাস্তবে রুপ দেওয়ায় পুলিশ প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার পূর্বক জানায়,রাতেই ইন্সপেক্টর অপারেশন মাহবুবুর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। তিনি আরও জানায়, সাংবাদিকদের সাথে পুলিশের সম্পর্ক থাকবে মধুর। তিনি জানায় শুধু সাংবাদিক না সাধারণ জনগনের মধ্যে পুলিশের সম্পর্ক আরও মধুর ও বন্ধুত্ব সূলভ হতে হবে।