ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,০২ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপস।এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির দুই প্রার্থীর চেয়ে তারা বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ফলাফল প্রকাশের মধ্যেই শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তারা গণভবনে যান। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে শনিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইভিএমে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবে। এ সময় তার পাশে ছিলেন ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।এ দিকে শনিবার সকাল ৮টা থেকে ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় শেষ হয় এই কার্যক্রম। এরপর শুরু হয় ফলাফল প্রকাশ। রাত সাড়ে ১০টায় নির্বাচন কমিশন ঘোষিত সর্বশেষ ফলাফল অনুযায়ী, উত্তরের মেয়র পদে আতিকুল ইসলাম পেয়েছেন দুই লাখ ৫৯ হাজার ৯৮৫ ভোট। যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়ালের প্রাপ্ত ভোট এক লাখ ৫৯ হাজার ৩৬১।অপর দিকে দক্ষিণের মেয়র পদে ৩ লাখ ৯৯ হাজার ৬৯৫ ভোট পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেনের প্রাপ্ত ভোট ২ লাখ ১৯ হাজার ২৭।উল্লেখ্য, ভোটের আগে শুক্রবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে দোয়া নিতে গণভবনে যান ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। শনিবার ভোট দেওয়ার পর আতিক ও তাপস উভয়ই নিজেদের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।