ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,০১ ফেব্রুয়ারি : ভোটের সার্বিক পরিস্থিতিতে তিনি সন্তুষ্ট কিনা জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘আমি সন্তুষ্ট। এখনো সন্তুষ্ট।’ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো দায় আছে কিনা? জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা পরিবেশ তৈরি করেছি। ভোটার আনার দায়িত্ব তো আমাদের না। প্রার্থীদের। তারা ভোটারদের আনবে।’
আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উত্তরার ওই কেন্দ্রটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে। ভোট কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, এ ব্যাপারে নির্বাচন কমিশনের নির্দেশনা কী? জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কেন্দ্রে টিকে থাকার জন্য বিএনপির এজেন্টদের তো সামর্থ থাকতে হবে। বললো বের হয়ে যাও। আর বের হয়ে গেল, এটা হলে তো হবে না। বের হতে বললে সে বলবে আমি বের হবো না। সে প্রতিহত করবে।’সে কি পাল্টা মারধর করবে?-এই প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ‘মারধর করবে কেনো? মারধর তো ভিন্ন কথা।’ এ ক্ষেত্রে তিনি দুটি নির্দেশনা দেন। বলেন, ‘প্রথমত, এমন কোথাও ঘটলে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের কড়া নির্দেশ আছে তারা এজেন্টকে ফের কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে আসবে। দ্বিতীয়ত, এজেন্টরা রিটানিং অফিসারের কাছে যাবে। ম্যাজিস্ট্রেট আছে তাদের কাছে যাবে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাবে।’তিনি বলেন, ‘বললো বের হয়ে যাও, আর বের হয়ে গেল। আমাদের কাছে কোনো অভিযোগ করলো না, তাহলে তো হবে না।’ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।