ঢাকা সিটি নির্বাচন দিনের শুরুতেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘলাইন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,০১ ফেব্রুয়ারি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দিনের শুরুতেই ভোট দেওয়ার জন্য বিভিন্ন কেন্দ্র ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে।শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ঢাকা দুই সিটি নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দিনের শুরুতেই ভোট দেওয়ার জন্য বিভিন্ন কেন্দ্র ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে।শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ঢাকা দুই সিটি নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার রাজধানীর মিরপুরের বিভিন্ন ভোট কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রে ভিড় করেছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তর সিটির ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা যায়।এ দিন সকালে ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডের সেনপাড়ার মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়ার হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেওড়াপাড়া নর্থ-সাউথ কিন্ডারগার্টেন, হাজী আশ্রাফ আলী হাই স্কুল, ইব্রাহিমপুর সালাউদ্দিন শিক্ষালয়, স্কলার কিন্ডারগার্টেন, তালতলা হালিম ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে।ভোটাররা জানান, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার নির্ধারিত সময়ের আগেই তারা লাইনে দাঁড়িয়েছেন। আগে ভোট দিয়ে বাসায় ফিরতে চান বলেও জানান তারা।স্কলার কিন্ডারগার্টেন কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার জানান, ভোট হচ্ছে নাগরিক অধিকার। বাড়ির পাশে ভোট কেন্দ্র হওয়ায় সকালে ভোট দিতে আসছি।নর্থ-সাউথ স্কুল কেন্দ্রে আমির নামে আরেক ভোটার বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দেব বলে সকাল সকাল এসেছি। আমি ভোট দিয়ে বাড়ি যাওয়ার পর অন্যরা ভোট দিতে আসবেন।আরও পড়ুন : কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না : তাবিথনির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকার দুই সিটি মিলিয়ে মোট ভোটার আছেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। ঢাকা উত্তর সিটিতে ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার রয়েছেন ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আর ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার রয়েছে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। যাদের মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোট কেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোট কক্ষ রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ হাজার ১৫০টি ভোট কেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোট কক্ষ রয়েছে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৩১৮টি ভোট কেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোট কক্ষ রয়েছে।এর আগে, গত ২২ ডিসেম্বর ঢাকা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দুই সিটির মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণের তারিখ ৩০ জানুয়ারি থাকলেও ওইদিন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় তা পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।