ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মাজহারুল ইসলাম (ক্রাইম রিপোর্টার),০৯ জানুয়ারি : কুমিল্লা হোমনা উপজেলাধীন চান্দের চার ইউনিয়নে অবস্থিত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিনের অপসারণ ও শাস্তি চেয়ে বিক্ষোভ শেষে মানববন্ধন করেছে স্কুলের ছাত্রী শিক্ষক ,অভিভাবক এবং এলাকাবাসী৷ আজ দুপুর ১টার দিকে ছাত্রীরা ব্যানার প্লেকার্ড ফেস্টুন নিয়ে স্কুলে সমবেত হয় এবং সাংবাদিকদের কাছে মতিনের বিরুদ্ধে একে একে ছাত্রী-শিক্ষকসহ অনেকেই অভিযোগ করেন৷ অভিযোগে ছাত্রীদের বিভিন্নভাবে যৌন হয়রানি-নির্যাতনসহ নানান অপকর্মের ঘটনা তুলে ধরছেন৷ প্রতিবাদ করতে গিয়ে অনেক ছাত্রীরা পরীক্ষায় ফেলকরিয়ে দেয়া, তাহার ছেলে ম্যাজিস্ট্রেটের ভয় দেখানো৷ বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক আবদুল মতিনের বিরুদ্ধে প্রায় ১১লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনলে কেরানী অভিযোগের সত্যতা স্বীকার করেন৷
একপর্যায়ে ছাত্র-শিক্ষক , অভিবাবক ও এলাকাবাসী একযোগে মতিনের বিচার ও শাস্তির দাবি করে বিভিন্ন শ্লোগান দিয়ে রাস্তায় বিক্ষোভে নেমে যায় ৷ বিক্ষোভ শেষে রামকৃষ্ণপুর জিরোপয়েন্ট হতে ওয়াইব্রীজ পর্যন্ত অবস্থান নিয়ে মানববন্ধন করে এবং এলাকাবাসী কলঙ্কিত মতিনের কুশপুত্তলিকা দাহ করে৷ মানববন্ধনের সময় তাদের হাতে ব্যনার প্লেকার্ড ফেস্টুনে, ” আর কেউ নুসরাত হতে চাইনা “ধর্ষন মুক্ত শিক্ষাঙ্গন চাই ” ছাত্রী নির্যাতন বন্ধ হউক, ছাত্রীদের নিরাপত্তা চাই, প্রধান শিক্ষকের বহিষ্কার চাই, শ্রেণীকক্ষে যাত্রীদের গায়ে হাত দেওয়ার বিচার চাই (চলবে)৷