৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান, ভারত ও মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান। তবে সোমবারের এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানের কারাকুল অঞ্চলের ১১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ২৮ কিলোমিটার গভীরে।
তাজিকিস্তান এমারজেন্সি কমিটির একজন মুখপাত্র বলেন, সোমবারের এ ভুমিকম্পে কোনো হতাহত ও ভবন ধসের খবর পাওয়া যায়নি। এদিকে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাজিকিস্তানে রাশিয়ার সেনাবাহিনীর ক্যাম্পে ভূমিকম্পের কোনো প্রভাব পড়েনি।
জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ভারতের কাশ্মীর, উত্তর প্রদেশ ও নয়া দিল্লীতেও কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি।