সৌজন্যে : দৈনিক প্রতিদিন। ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে জেনেশুনে বিষপানের সঙ্গে তুলনা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণ ভোট দিতে পারবে না- এটা সবাই জানে। সেজন্য তাদের মধ্যে নির্বাচনের উৎসাহ-উদ্দীপনা নেই। নির্বাচন কমিশনের প্রতি শুধু আমাদের নয়, সারা দেশের মানুষের আস্থা নেই। তার পরও আমরা জেনেশুনে বিষপান করছি। গয়েশ্বর বলেন, নির্বাচনে গেলেও সমালোচনা হয়, না গেলেও সমালোচনা হয়। এ কারণে নির্বাচন কমিশন কী করে তা দেখতে সবাই শেষ পর্যন্ত অপেক্ষা করে। কিন্তু এটাকে তো নির্বাচন কমিশন বলা যায় না। এটা হলো সরকারের ইচ্ছা বাস্তবায়নের একটা প্রতিষ্ঠান। এটাকে নির্বাচন কমিশন বলা হলে নির্বাচন কমিশনের প্রতি বিদ্রƒপ করা হবে। একটা সময় আসবে সবাই মুখ ফিরিয়ে নেবেন। তখন আমরাও নির্বাচন কমিশন থেকে মুখ ফিরিয়ে নেব। আর কোনো নির্বাচনে যাব না। নির্বাচনে ইভিএমের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) অনেক আগে আবিষ্কার হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি পার্শ্ববর্তী দেশেও ইভিএম পদ্ধতির বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়েছে। পৃথিবীর সব জায়গা থেকে হাঁকডাক উঠছে- ইভিএমে সহজে কারচুপি সম্ভব। তারা ইভিএম পরিত্যাগ করছে। আর আমরা এটি ব্যবহার করছি। সাধারণ মানুষের এ ব্যাপারে কোনো আগ্রহ নেই। এটা নতুন প্রযুক্তি। এ সম্পর্কে সাধারণ মানুষের সম্যক ধারণা নেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জেদ করছেন যে, ইভিএম জনগণকে গেলাবেন।