সূর্যের দেখা পেল রাজধানীবাসী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,২৩ ডিসেম্বর : কুয়াশা ভেদ করে রাজধানীতে আজ সোমবার (২৩ ডিসেম্বর) সূর্য দেখা দিয়েছে। ততটা তেজ না থাকলেও সূর্য উঠাতেই তীব্র ঠাণ্ডার মধ্যে কিছুটা উষ্ণতার পরশ মিলছে নগরবাসীর। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলেও সূর্য দেখা গেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার  থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, সোমবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় এ সময় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।  আগের দিন রবিবার সকাল ৯টায় যশোরে তাপমাত্রা ছিল দেশের সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। রাজশাহী, পাবনা, যশোর, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।এদিকে চলতি মাসের শেষে বৃষ্টি এবং বৃষ্টির পর পর তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।