সচিবালয়ের চারদিক নীরব ঘোষণা, হর্ন বাজালেই জেল-জরিমানা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,১৭ ডিসেম্বর : বাংলাদেশ সচিবালয়ের চারপাশ ‘নীরব এলাকা’ অর্থাৎ ‘নো হর্ন জোন’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন থেকে এলাকাটিতে কোনো গাড়ি হর্ন বাজালেই আইন অনুযায়ী জেল-জরিমানার আওতায় আসবে।আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ের এক নম্বর গেটে এলাটিকে নীরব এলাকা ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। এ সময় মন্ত্রী বলেন, আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সচিবালয়ের চারদিক শব্দ দূষণমুক্ত এলাকা ঘোষণা করা হলো। মঙ্গলবার থেকে এ সংশ্লিষ্ট আইন কার্যকর হবে। বুধবার (১৮ ডিসেম্বর) থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আইন অমান্যকারীকে প্রথমে এক মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। পরবর্তীকালে ওই অপরাধী একই অপরাধ করলে তাকে ৬ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।তিনি বলেন, আমরা শুধু সচিবালয় নয়, পুরো ঢাকাকে শব্দ দূষণমুক্ত করব। তবে এর আগে সবাইকে সচেতন করা দরকার। আমরা সেটাই করছি।সচিবালয়ের চারদিক বলতে, জিরো পয়েন্ট, পল্টন মোড়সহ সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকা পর্যন্ত।এর পর মন্ত্রী মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউটদের নিয়ে সচিবালয়ের চারপাশের সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় মন্ত্রীকে স্লোগান দিতে দেখা যায়। মন্ত্রী স্লোগান দেন- ‘হর্ন বাজানো, হর্ন বাজানো’; অন্যরা বলেন- ‘বন্ধ কর, বন্ধ কর’। আবার মন্ত্রী বলেন, ‘শব্দ দূষণ, শব্দ দূষণ’; অন্যরা বলেন- ‘বন্ধ কর, বন্ধ কর’।এ সময় রোভার স্কাউটদের হাতে ছিল ‘নীরব এলাকা, হর্ন বাজাবেন না। নীরব এলাকায় হর্ন বাজানো দণ্ডণীয় অপরাধ’ লেখা প্লাকার্ড।