আপিল বিভাগের এজলাস কক্ষে বসছে সিসি ক্যামেরা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আদালত প্রতিনিধি,১০ ডিসেম্বর : প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সোমবার (৯ ডিসেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক সূত্র এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করে।সূত্রগুলো জানিয়েছে, এজলাস কক্ষে যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের চিহ্নিত করতে এই সিসি ক্যামেরা বসানো হচ্ছে, যাতে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়। সূত্রগুলো আরও জানায়, এজলাস কক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দুই-একদিনের মধ্যেই সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হবে।এর আগে গত ৫ ডিসেম্বর চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীরা প্রধান বিচারপতির এজলাসে বিক্ষোভ ও হট্টগোল করেন। এর ফলে আপিল বিভাগের নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়। আগামী ১২ ডিসেম্বর আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের ওপর শুনানির জন্য দিন ধার্য রয়েছে।এদিকে গত ৮ ডিসেম্বর আইনজীবী রাশিদা চৌধুরী নিলু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল ও হাইকোর্টের রেজিস্ট্রারদের একটি আইনি নোটিশ পাঠান। ওই নোটিশে কোর্ট রুমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে তাদের পদক্ষেপ নিতে বলা হয়েছিল।খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানিকে কেন্দ্র করে গত ৫ ডিসেম্বর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নজিরবিহীন অচলাবস্থার সৃষ্টি হয়। বিএনপিপন্থি আইনজীবীদের মুহুর্মুহু স্লোগান, মাঝে মাঝে সরকার সমর্থক আইনজীবীদের প্রতিবাদের মুখে চরম হইচই-হট্টগোলের সৃষ্টি হয়। ফলে বিচার কাজ বন্ধ হয়ে যায়।বিএনপিপন্থী আইনজীবীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘খালেদা, জিয়া, জিয়া, খালেদা’ বলে স্লোগান দিতে থাকেন। এ প্রেক্ষাপটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতি প্রথম ধাপে এজলাস ত্যাগ করেন। পরবর্তী সময় সোয়া এক ঘণ্টার বেশি সময় নির্বিকার এজলাসে বসে থাকেন বিচারপতিরা। আইনজীবীদের এই আচরণে প্রধান বিচারপতি চরম ক্ষোভ প্রকাশ করেন।